মাধবপুর পৌরসভাটি সিলেট বিভাগের প্রবেশদ্বার সোনাই নদীর তীরে একটি মনোরম পরিবেশে অবস্থিত। মাধবপুর পৌরসভাটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা লাভ করে অত্যান্ত সুনামের সহিত পরিচালনা করে আসছে। মাধবপুর পৌরসভায় ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। এ পৌরসভায় ১ জন মেয়র, ৯ জন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছে। তারা তাদের অর্পিত দায়িত্ব যথারীতি পালন করে আসছে। এ ছাড়াও মাধবপুর পৌরসভায় ০১ জন সচিব, ০১ জন হিসাবরক্ষক, ০১ লাইসেন্স পরিদর্শকসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। যারা সার্বক্ষনিক তাদের দায়িত্ব পালন করে থাকে। বর্তমানে মাধবপুর পৌরসভাটি ১ম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। নিম্নে মাধবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তালিকা প্রদান করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS