মাধবপুর উপজেলার ব্যবসা-বাণিজ্যের বাজারগুলোর মধ্যে মাধবপুর বাজার, মনতলা বাজার, মনতলা ষ্টেশন বাজার, গেইটঘর বাজার, চৌমুহনী বাজার, তেলিয়াপাড়া বাজার, ধর্মঘর বাজার, শাহপুর বাজার, কালিকাপুর বাজার, নোয়াপাড়া বাজার, চেঙ্গার বাজার, কৃষ্ণগঞ্জ বাজার উল্লেখযোগ্য।
এ উপজেলায় প্রায় ৩০টির মত শিল্পকারখানা রয়েছে। এসব শিল্পকারখানা ঘিরে এ এলাকায় ব্যবসা-বাণিজ্য প্রচুর বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও এ উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদিত পণ্য বিভিন্ন জায়গায় রপ্তানি করে থাকে। যার ফলে এ এলাকায় ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। শিল্পকারখানাকে ঘিরে এ উপজেলার বিভিন্ন এলাকায় ছোট ছোট বাজার সৃষ্টি হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। যার ফলে এ এলাকার লোকজনের বেকারত্ব হ্রাস পাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS