Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
হবিগঞ্জ জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মহোদয়ের মাধবপুর আগমন
Details

হবিগঞ্জ জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক জনাব সাবিনা আলম আগামী ০২/০৭/২০১৫খ্রি: তারিখ রোজ- বৃহস্পতিবার বেলা ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতা), মাধবপুরে উপজেলা পর্যায়ের সকল বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করবেন। 

 

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য আপনাকে অনুরোধ করা হলো।

 

                                                 (মোহাম্মদ রাশেদুল ইসলাম)

                                                  উপজেলা নির্বাহী অফিসার

                                                     মাধবপুর, হবিগঞ্জ। 

 

বিতরণ :

কার্যার্থে :

১। চেয়ারম্যান উপজেলা পরিষদ, মাধবপুর, হবিগঞ্জ। 

২। মেয়র, মাধবপুর পৌরসভা, মাধবপুর, হবিগঞ্জ।

৩। উপজেলা ভাইস চেয়ারম্যান, মাধবপুর উপজেলা পরিষদ, মাধবপুর।

৪। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মাধবপুর উপজেলা পরিষদ, মাধবপুর।

৫। উপজেলা ......................... কর্মকর্তা (সকল) মাধবপুর, হবিগঞ্জ।

৬। চেয়ারম্যান .................... ইউ.পি (সকল) মাধবপুর, হবিগঞ্জ।

৭। জনাব ............................. গন্যমান্য ব্যক্তি, মাধবপুর, হবিগঞ্জ। 

৮। সভাপতি/সম্পাদক, মাধবপুর প্রেসক্লাব, মাধবপুর, হবিগঞ্জ। 

Attachments
Publish Date
02/07/2015