মাধবপুর পৌরসভাটি সিলেট বিভাগের প্রবেশদ্বার সোনাই নদীর তীরে একটি মনোরম পরিবেশে অবস্থিত। মাধবপুর পৌরসভাটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা লাভ করে অত্যান্ত সুনামের সহিত পরিচালনা করে আসছে। মাধবপুর পৌরসভায় ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। এ পৌরসভায় ১ জন মেয়র, ৯ জন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছে। তারা তাদের অর্পিত দায়িত্ব যথারীতি পালন করে আসছে। বর্তমানে মাধবপুর পৌরসভাটি ১ম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। নিম্নে মাধবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তালিকা প্রদান করা হলো।
১। ১নং ওয়ার্ড (পূর্ব মাধবপুর)
২। ২নং ওয়ার্ড (মাধবপুর রায়পাড়া-বণিকপাড়া)
৩। ৩নং ওয়ার্ড (পশ্চিম মাধবপুর)
৪। ৪নং ওয়ার্ড (ফায়ার সার্ভিস-কৃষ্ণনগর)
৫। ৫নং ওয়ার্ড (শিবপুর-গুমুটিয়া)
৬। ৬নং ওয়ার্ড (কাটিয়ারা-সবুজবাগ)
৭। ৭নং ওয়ার্ড (মাধবপুর বাজার-শ্যামলীপাড়া)
৮। ৮নং ওয়ার্ড (গঙ্গানগর)
৯। ৯নং ওয়ার্ড (আলাকপুর-নোয়াগঁাও)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস